৩১ অগস্ট পর্যন্ত লকডাউন বাড়ল রাজ্যে। তবে প্রতি সপ্তাহে সম্পূর্ণ লকডাউন থাকবে দু’দিন করে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “প্রতি সপ্তাহে শনি-রবিবার করে সম্পূর্ণ লকডাউন করার চেষ্টা চলছে। চলতি সপ্তাহে বুধবার লকডাউন থাকছে। আর ১৫ অগস্ট শনিবার পড়ায়, তার পরের দিন রবিবার লকডাউন থাকছে। এ ছাড়া শনি এবং রবিবারই লকডাউন থাকবে। ৩১ অগস্ট পর্যন্ত এই নিয়মই চলবে।”
মু্খ্যমন্ত্রী জানান, আগামী বুধবার এবং রবিবার সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন যেমন ছিল তেমনই থাকবে। শনিবার ইদ, সোমবার রাখি। তাই রবিবার লকডাউন হবে। ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ অগস্ট সম্পূর্ণ লকডাউন থাকবে।