মদ দোকানে চুরি করার অভিযোগে 2 আন্তঃরাজ্য দুষ্কৃতীকে গ্রেফতার করল পুরুলিয়া জেলার বরাবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর সম্প্রতি বড়বাজার এলাকায় একটি মদের দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর তদন্তে নামে পুরুলিয়া জেলা পুলিশ। এই মর্মে তল্লাশি অভিযান চালায়। ঝাড়খন্ড সীমান্ত এলাকায় তল্লাশি চলাকালীন একটি চারচাকা গাড়ি সহ দুই যুবককে আটক করে পুলিশ। তাদের জেরা করতেই মদ দোকানে চুরির ঘটনা সামনে আসে। পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে চারচাকা গাড়ি সহ দোকানের তালা ও শাটার ভাঙ্গার অস্ত্র উদ্ধার করেছে। তাদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের দাবি এদের সাথে আন্তঃরাজ্য দুষ্কৃতী দল যুক্ত রয়েছে।