খবর আনন্দ -“তোমারে যা দিয়েছিনু সে তো তোমারি দান,
গ্ৰহন করেছ যত ঋনী তত করেছ আমায় “
রবি ঠাকুরের এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে অয‍্যোধা পাহাড়ের আদিবাসী জনবসতির কাছে পূনরায় পৌছল পুরুলিয়ার জেলার অন‍্যতম বেসরকারি সংস্থা, কান্টাডি গদাধর অভ‍্যুদয় শিশু বিকাশ কেন্দ্র।

সরকারের চতুর্থ প‍র্যায়ের লকডাউনের ফলে অয‍্যোধা পাহাড়ের উপর ঘনজঙ্গলবেস্টিত এক সময়কার মাওবাদীদের আঁতুরঘর আদিবাসী গ্ৰাম ধানচাটানি এলাকায় বাসিন্দারা পড়েছেন চরম সমস্যায় । তাই এই সব আর্ত মানুষের জন্য সংস্থার পক্ষে 100 টি পরিবারকে বিলি করা হয় পুরো এক সপ্তাহের খাদ‍্যসামগ্ৰী শাকসবজি সহ তেল মসলা হাত ধোওয়া জন্য সাবান, বাচ্চাদের চকলেট ইত্যাদি।