খবর আনন্দ-সোমবার চরম উৎসাহ এবং উত্তেজনার সাথে রঘুনাথপুর ব্লক ডাঙ্গা  বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা। এই ক্রিকেট টুর্ণামেন্টে মোট 16 টি দল অংশগ্রহণ করেছিল।   এদিন এই খেলায় মুনসেফডাঙ্গা রঘুনাথপুর বনাম গোপীনাথপুর এর খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় বিজয়ী  মুনসেফডাঙ্গা দলের হাতে কাপ তুলে দেন রঘুনাথপুর পৌরসভার পৌর প্রধান মদন বরাট। বিজিত দল গোপিনাথপুর এর হাতে কাপ তুলে দেন পৌরসভার উপ পৌরপ্রধান তরণী বাউরী এছাড়াও দিনের খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী প্রণব দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় পরামানিক, বিশিষ্ট শিক্ষক নিখিল দাসগুপ্ত।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here