খবর আনন্দ-এক নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো ঝালদা থানার পুলিশ। কোটসিলা থানার লক্ষীপুরের বাসিন্দা বুদ্ধেশ্বর পাহাড়িয়ার সাথে ঝালদা থানার ভাকুয়াডি গ্রামের স্কুল ছাত্রীর সম্পর্ক হয়। গত বছর সেপ্টেম্বর মাসে তারা দুজনে পালিয়ে যায়। স্কুল ছাত্রীর বাবা অপহরণের মামলা দায়ের করে। ঝালদা থানার পুলিশ ব্যাঙ্গালোর থেকে ছাত্রীটিকে উদ্ধার করে ও অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসে। আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। ছাত্রীটির শারীরিক পরীক্ষা করা পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com
