খবর আনন্দ-

আজন্ম খরাপীড়িত পুরুলিয়ার খরা প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, সকলের শিক্ষার দাবিতে এসইউসিআই দলের উদ্যোগে 2010 সালের 13 ই ডিসেম্বর ডিএম অভিযানে,পুরুলিয়া জেলা কমিটির সদস্য ও ছাত্র সংগঠন এআইডিএস সর্বভারতীয় সম্পাদক সৌরভ ঘোষ,জেলা কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট জননেতা রঙ্গলাল কুমার সহ গ্রেপ্তার হন দলের 21 জন নেতাকর্মী।সেই দীর্ঘদিন থেকে চলতে থাকা কেসের দরুন গত 7 জানুয়ারি দলের ১১জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।আমরা লক্ষ্য করেছি আজকে দেশে যারা ধর্ষণ, খুন ,নারী পাচার, শিশু পাচারের মত জঘন্য অপরাধ করছে, জনগণের কোটি কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে তাদের জন্য কোন কেস নেই, সরকারের জেলও নেই। কিন্তু যারা জনগণের জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধান করার দাবিতে জনগণকে সংগঠিত করে আন্দোলন করছে সেই আন্দোলনের উপর শাসকের খড়গ নেমে আসছে।18 তারিখ তারা জামিনে মুক্তি পান। এখনো বহু কর্মী জেলার অভ্যন্তরে আছেন। গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা কর্মীদের জেল থেকে মুক্তি পাওয়ার সাথে সাথেই দলের নেতাকর্মী সমর্থকরা সংবর্ধনা জানান।

KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here