রঘুনাথপুরের এক ব্যবসায়ীকে অপহরনের অভিযোগে দুর্গাপুর থেকে পাঁচজন কে গ্রেফতার করল পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর ব্যারেজ থেকে কোকওভেন থানা ওই পাঁচজনকে আটক করেছিল।পরে পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ ওই পাঁচ দুস্কৃতীকে গ্রেফতার করেন।মঙ্গলবার ব্যারেজে নাকা তল্লাশী চালানোর সময়ে পুলিশ আটক করেছিল গাড়ি সমেত পাঁচ জনকে।বুধবার ধৃতদের রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর শহরের অদুর থেকে রঘুনাথপুর থানার বনবহিরা গ্রামের বাসিন্দা উমাশঙ্কর কুম্ভকার নামের ওই ব্যবসায়ীকে অপহরন করেছিল দুর্গাপুরের বাসিন্দা পাঁচ দুস্কৃতি।।রঘুনাথপুরে একটি রক্ত পরীক্ষা কেন্দ্র আছে ওই ব্যবসায়ীর। ব্যবসায়ী উমাশঙ্কর এর দাবি গ্রাহক সেজে এসে তাকে অপহরণ করে দুষ্কৃতীরা। যদিও অপহরণের মূল অভিযুক্ত সুমন মিস্ত্রির দাবি আর্থিক লেনদেনের কারণে তার কাছে নগদ টাকা প্রাপ্তির জন্য নিয়ে যাওয়া হয়েছিল।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here