পুরুলিয়া: কুড়মি জাতিকে তপশিলি জনজাতিতে (S.T) তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলি ভুক্ত করা এবং সরনাধর্ম কোড চালু করার দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও পথ অবরোধের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী, আন্দোলনের ২৬ ঘণ্টা অতিক্রম করেছে এখনো নিজেদের দাবিতে অনড় আদিবাসী কড়মি সমাজ চলছে রেল ও পথ অবরোধ। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে আদ্রা পুরুলিয়া শাখার ৩০ টি ট্রেন বাতিল করা হয়েছে, চারটি ট্রেনের পথ পরিবর্তন ও পদ সংক্ষিপ্ত করা হয়েছে। আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে আজকের মধ্যে প্রশাসনের তরফ থেকে ইতিবাচক আশ্বাস না পেলে আন্দোলন আগামীকাল থেকে তীব্র থেকে তীব্রতর হবে। একাধিক জায়গায় পথ ও রেল অবরোধ আরম্ভ হবে।প্রসঙ্গত ২০২২ সালের ২০শে সেপ্টেম্বর থেকে লাগাতার ৫ দিন আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here