পুরুলিয়া : স্বনির্ভর কৃষক সমাজ গড়ার লক্ষ্যে যাঁরা দেশ ব্যাপী নিরলস কাজ করে চলেছেন, রাকেশ কুমার সিং তাঁদের মধ্যে অন্যতম। গত ২০শে মার্চ সমাজসেবার স্বীকৃতি স্বরূপ আর. কে সিং কে ভারতীয় রাজপুতানা সেবা সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সহ সভাপতি পদে নিযুক্ত করা হল।

তিনি “কিষাণ ভাগ্যমণি” প্রকল্পের অধিকর্তা হিসেবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গাভী পালন ও দুগ্ধ উৎপাদনে সাধারণ কৃষকদের আয়ের নতুন দিশা দেখাচ্ছেন। তাঁর “Save Calf Save Country” মিশনের লক্ষ্য কৃষকদের গবাদি পশু পালনে উৎসাহ ও আগ্রহীদের যথাযথ প্রশিক্ষণ প্রদান করা। কৃত্রিম প্রজনন কৌশল প্রয়োগ করে এখনও পর্যন্ত ৪ লক্ষ ছাগল বাচ্চা, ১ লক্ষ বাছুর ও ১০ হাজার মোষ বাচ্চা চাষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। গবাদি পশু চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৩১৩ জন আগ্রহী ব্যক্তিকে। স্কুল – কলেজে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়াও “কিষাণ ভাগ্যমণি” প্রকল্পের অন্যতম লক্ষ্য। জল সংরক্ষণের উদ্দেশ্য ২১৭টি বাঁধ মেরামত করা হয়েছে। দীর্ঘ করোনাকালেও বিভিন্ন প্রশাসনিক ভবন যেমন বিডিও অফিস, পুলিশ লাইন, সার্কিট হাউস, জেলা পরিষদ, পৌরসভা, সার্কিট হাউস এবং মেডিকেল কলেজ স্যানিটেশন ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়েছে “কিষাণ ভাগ্যমণি” প্রকল্পের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here