রঘুনাথপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৃণমূলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। বৃহস্পতিবার রঘুনাথপুর ১ ব্লকের শাঁকা অঞ্চলের গোপীনাথপুর গ্রামে রঘুনাথপুর ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও রঘুনাথপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন তৃণমূল নেতা সাদ্দাম হোসেন আনসারী জানান এদিন ৫০০ জন দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি তথা বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত।পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেঘদূত মাহাতো।পুরুলিয়া জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার।রঘুনাথপুর বিধানসভার নেতা হাজারী বাউরি।
রঘুনাথপুর ১ ব্লক তৃণমূল সভাপতি মিহির কুমার বাউরী,সহ সভাপতি প্রকাশ সিংহদেও।রঘুনাথপুর ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিমাংশু মন্ডল। তৃণমূল নেতা মুকুল ব্যানার্জী,কালিপদ বাউরী,আক্তার আনসারী।
ব্যবস্থাপনায়- সাদ্দাম হোসেন আনসারী ( জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক)