রঘুনাথপুর (তীর্থ রায়) : বিপর্যয়কালিন পরিস্থিতির মোকাবিলায় কি কি করনীয় তা হাতে কলমে স্কুল পড়ুয়াদের বোঝালেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ-এর সদস্যরা। মঙ্গলবার রঘুনাথপুর ১ পঞ্চায়েত সমিতির সভাগৃহে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানেই কলকাতা থেকে এনডিআরএফ-এর সদস্যরা এসে স্কুল পড়ুয়াদের বিষয়গুলি সম্পর্কে হাতে কলমে পাঠ দেন। বহুতলে আগুন লাগলে সে আটকে থাকা মানুষকে কিভাবে উদ্ধার করা হবে বা আহতদের কিভাবে নিয়ে আসা হবে তা ব্লক কার্যালয় চত্বরে থাকা ভবনে মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন এনডিআরএফ-এর সদস্যরা। পাশাপাশি বিভিন্ন আঘাতের প্রাথমিক চিকিৎসা, শ্বাসকষ্ট হলে কি করনীয় সেবিষয়েও স্কুল পড়ুয়াদের জানান তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রঘুনাথপুর ১ ব্লকের যুগ্ম বিডিও সুশান্ত কুণ্ডু, রঘুনাথপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অষ্টমী হাঁসদা, রঘুনাথপুর হাই স্কুলের শিক্ষক এবং ৪০ জন পড়ুয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here