রঘুনাথপুর : রঘুনাথপুর মহকুমা জুড়ে প্রতিটি থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়াতে উদ্বোধন হল সাবডিভিশন সিসিটিভি কন্ট্রোল রুমের। বুধবার রঘুনাথপুর থানা ভবনের মধ্যে একটি ঘরে এই কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগন। উপস্থিত ছিলেন রঘুনাথপুরের এসডিপিও অজয় গনপতি এবং ৭ টি থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ সুপার জানান, মহকুমার প্রায় ৫০ টি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদারি করার লক্ষ্যে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন থানা এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নজর রাখা হবে।