রঘুনাথপুর ব্লক ১ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তথা মেডিকেল অফিসার সৌমিক বাউরীর বদলি হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সমস্যায় পড়ছেন শতাধিক রুগি। ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ন্যূনতম চারজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে রয়েছেন একজন। ওই ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগে রঘুনাথপুর শহর শুধু নয়, আশপাশের গ্রামগুলিও চিকিৎসা পরিষেবা পান। একমাত্র মেডিকেল অফিসার বদলি হয়ে যাওয়ায় বন্ধ হয়েছে বহির্বিভাগের পরিষেবা, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায় ওই মেডিকেল অফিসারের পাশাপাশি বদলির নির্দেশ এসেছে দুই জন নার্সের, বিগত চার দিন যাবত বন্ধ রয়েছে বহিবিভাগের পরিষেবা। অবিলম্বে ডাক্তার নার্স নিয়োগ করে সুস্থ স্বাস্থ্যপরিসেবা আরম্ভ করার দাবিতে আন্দোলনে নেমেছে কংগ্রেস। মঙ্গলবার স্বাস্থ্য কেন্দ্রের প্রবেশদ্বারের সামনে অবস্থানে সামিল হন কংগ্রেসের নেতা ও কর্মীরা। কংগ্রেসের দাবি এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কে বন্ধ করার চক্রান্ত করছে রাজ্য সরকার। এদিন চিকিৎসা করাতে এসে চিকিৎসক না থাকায় চিকিৎসা না করিয়ে ফিরে যান একাধিক রুগি। ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক কিংশুক কর্মকার জানান সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here