*আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন বাঘমুন্ডি থানায়*
সোমনাথ রায়, পুরুলিয়া :- পুরুলিয়া জেলার বিভিন্ন থানার সাথে সাথে বাঘমুন্ডিতে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বাঘমুন্ডি থানার পরিচালনায় বাঘমুন্ডি থানা থেকে অযোধ্যা মোড় পর্যন্ত পুলিশ কর্মীরা একটি পথ মিছিল করে সাধারণ মানুষকে মাদক দ্রব্যের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন রবিবার। পুলিশের এই পথ মিছিলে অংশ নেন বাঘমুন্ডি হাই স্কুলের এন.সি.সি টিম। এদিন সকালে পথ মিছিলের মাধ্যমে মাদক দ্রব্য সেবন করার সতর্কতা ও বিক্রি নিয়ে জনগণকে সচেতন করেন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এদিন নানান ভাবে মানুষকে মাদক দ্রব্য থেকে সচেতন করেন বাঘমুন্ডি থানার পুলিশ ও বাঘমুন্ডি হাই স্কুলের এন.সি.সি টিম। মানুষকে সচেতন করতে পথ মিছিলে ছিলেন বাঘমুন্ডি থানার এস.আই স্নেহাশিস মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ ও থানার পুলিশ কর্মী ও সিভিক ভোলান্টিয়ার্সরা, এবং বাঘমুন্ডি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক রশিদ খান ও স্কুলের এন.সি.সি টিম।
।