বলরামপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ বলরামপুর থানার ঝাড়খন্ড লাগোয়া মালতি গ্রাম এলাকায় একটি বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে বলরামপুর থানার পুলিশ। রাতেই ঘটনাস্থান থেকে দেহ উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাঁসপাতালে নিয়ে আসে পুলিশ,সেখানে চিকিৎসক দেহটি পরীক্ষা করে যুবক কে মৃত বলে ঘোষণা করে।জানা গেছে মৃত যুবকের নাম বাবলু কুমার বয়স ৩৭ বছর, বাড়ি বলরামপুর থানার বাঘাডি গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে ওই যুবক। প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।যদিও মৃত যুবকের পরিবারের দাবী কেউ বা কারা গলায় ফাঁস লাগিয়ে খুঁন করেছে বাবলু কে। ঘটনার তদন্তের দাবী জানিয়েছে পরিবারের লোকজন। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।