দেশজুড়ে কেন্দ্রের বিজেপি সরকারের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রাজ্যের ষোলটি বামপন্থী দলের যৌথ উদ্যোগে 15 থেকে 21 জুন সাম্প্রদায়িকতাবিরোধী সম্প্রীতি সপ্তাহ হিসেবে ঘোষণা করা হয়। সেই উপলক্ষে আজ পুরুলিয়া শহরে এসইউসিআই(সি) সহ বিভিন্ন বামপন্থী দলের যৌথ উদ্যোগে পুরুলিয়া শহরের টেক্সি স্ট্যান্ডে এক মানববন্ধন এর কর্মসূচি পালিত হয় এবং সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।