ট্যারেন্টুলা মাকড়সা দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়ালো এলাকায়। রঘুনাথপুর ব্লক এক অন্তর্গত জিয়াড়া গ্রামে বেশ কয়েকদিন ধরে বড়োসড়ো মাকড়সা দেখতে পাই গ্রামবাসীরা। খবর দেওয়া হয় রঘুনাথপুর বন দপ্তরে। বন দফতরের কর্মীরা গ্রামে পৌঁছে মাকড়সাটী উদ্ধার করে। গ্রামবাসীরা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই জিয়াড়া গ্রামের বিভিন্ন বাড়িতে এরকম লোমশ বড় মাকড়সা দেখতে পাওয়া যায়। মাকড়সা দেখে আতঙ্ক ছড়ায় গ্রামে। এরপর একটি মাকড়সা গ্রামবাসীরা ধরে বনদপ্তর এর হাতে তুলে দেয়। রঘুনাথপুর রেঞ্জের আধিকারিক জানিয়েছেন এটি একটি ট্যারেন্টুলা মাকড়সা তবে এতে আতঙ্কিত হবার কোন কারন নেয়।