সেনাবাহিনীতে নিয়োগের জন্য কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্প জুড়ে পুরো দেশের পাশাপাশি পুরুলিয়া জেলাতে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। শুক্রবার সকালে পুরুলিয়া জেলার পলিটেকনিক কলেজের সন্নিকটে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর এই প্রকল্পের বিরোধিতা আন্দোলনে নামেন শতাধিক কর্ম প্রার্থীরা। আন্দোলনের ফলে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। হাতে লাঠি উঁচিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
এই নিয়ে রঘুনাথপুর শহরে একটি দলীয় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে বাঁকুড়া লোকসভার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল এগুলি করাচ্ছে। এই প্রকল্পের মধ্য দিয়ে সমস্ত যুবক-যুবতীরা চার বছরের মধ্যে নিজেদেরকে তৈরি করতে পারবে এবং অন্যান্য কাজের সুযোগ পাবেন।