কারখানার নির্মান কাজ শুরু করেছে শ্যাম স্টিল।কিন্তু কর্মসংস্থান সুনিশ্চিতকরণ,পুর্নবাসন প্যাকেজ সহ একাধিক দাবি তুলে আগেই প্রকল্পস্থলে বিক্ষোভ দেখিয়েছিলো জমিদাতাদের একাংশ।এবার তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে রঘুনাথপুর ১নম্বর ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিডিওকে স্মারকলিপি প্রদান করলেন।
২০০৮ সালে রঘুনাথপুর ১ ব্লকের নতুনডি পঞ্চায়েতের লছমনপুর এলাকায় সুসংহত ইস্পাত প্রকল্প গড়তে শ্যাল স্টিল কে জমি দিয়েছিলো রাজ্য সরকার।২০০৯ সালের ফ্রেবুয়ারীতে ওই প্রকল্পের শিলান্যাস করেন ততকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।তারপরে অবশ্য জমি ফেলেই রেখেছিলো শিল্প সংস্থাটি।রাজ্যে পালাবদলের পরে শিল্প উন্নয়ন নিগমকে জমি ফেরত দেয় তারা।পরে আবার ওই এলাকাতেই সুসংহত ইস্পাত প্রকল্প গড়তে রাজ্যের কাছে জমি চায় শ্যাম স্টিল।২০২২ সালের মার্চ মাসে তাদের ৬০০ একর জমি দিয়েছে রাজ্য শিল্প উন্নয়ন নিগম‌।

এলাকায় আপাতত সীমানা প্রাচীর তথা বাউন্ডারী দেওয়াল তৈরির কাজ শুরু করেছে সংস্থাটি।কিন্তু এরই মধ্যে কাজের দাবি সহ চাষি ও বৃদ্ধদের ভাতা,কারখানা হলে স্থানীয় জমিদাতাদের স্থায়ী চাকরীর দেওয়ার নিশ্চয়তা দেওয়ার দাবি সহ একাধিক দাবি তুলে স্মারকলিপি জমা দিলেন জমিদাতাদের একাংশ।এদিন বিক্ষোভে শামিল হয়েছিলো শতাধিক জমিদাতা। জমিদাতাদের দাবি কারখানার বিরোধী নন তারা।তবে পুরোদমে নির্মান কাজ শুরুর আগে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দাবিগুলি লিখিত আশ্বাস দিতে হবে।
রঘুনাথপুর ব্লক ১ বিডিও রবি শংকর গুপ্তা জানান কারখানার নির্মাণ কাজ সুষ্ঠুভাবে চলছে তবে কিছু জমিদাতাদের দাবি দেওয়া আছে সেগুলি পূর্ণাঙ্গ ভাবে জানানোর কথা বলা হয়েছে আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here