পুরুলিয়া (রঘুনাথপুর) : শুক্রবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মেল ওয়ার্ডে ভর্তি থাকা 9 জন রোগী হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে যাবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তর দাবি তুলে হাসপাতাল সুপারকে স্মারকলিপি প্রদান করল রঘুনাথপুর শহর কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পুরুষ বিভাগে চিকিৎসাধীন 9 জন রোগী হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।। 9 রুগীর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা 3 জন রুগীকে তড়িঘড়ি হাসপাতালের HDU বিভাগে স্থানান্তরিত করা হয়। শনিবার এই ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্তর দাবি তুলে রঘুনাথপুর শহর কংগ্রেস সভাপতি তারক পরামানিক। কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তা পূর্ণাঙ্গ তদন্ত দাবি তুলে ঘটনার সত্যতা জনসম্মুক্ষে আনার দাবি করেছেন তিনি । যদিও হাসপাতাল সুপার ডাক্তার সোমনাথ দাস জানান কালকের ঘটনার পর আজ রুগীরা সুস্থ রয়েছেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। গতকাল রুগী ও তার আত্মীয়রা দাবি করেন ইনজেকশন দেয়ার পরই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে শ্বাসকষ্ট ও কাঁপুনির উপসর্গ দেখা দেয়।



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here