খবর আনন্দ- হাতুয়াড়া হাসপাতালের রোগিদের আত্মিয় পরিজনদের সুবিধা-অসুবিধার কথা শুনলেন এবং রোগীদের প্রয়োজনীয় পুস্টিকর খাবার বিতরণ করলেন পুরুলিয়া জেলা পরিষদ জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ মাননীয় সৌমেন বেলথরিয়া মহাশয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় হলধর মাহাতো, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মাননীয় মেঘদূত মাহাতো পুরুলিয়া শহর তৃণমূল সভাপতি বিভাশ রঞ্জন দাশ,সহ অন্যান্য ব্যাক্তিরা।