বলরামপুর-নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পুরুলিয়া জেলার বলরামপুর থানা অন্তর্গত ডাভা গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনা। পুলিশ মৃতের নাম আফসানা খাতুন( 32 )জানিয়েছে। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী মমতাজ আনসারিকে গ্রেফতার করেছে বলরামপুর থানার পুলিশ। মমতাজের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন তার শ্যালক মোহাম্মদ ওয়াসিম উদ্দিন আনসারী।