স্কুলে রসায়ন বিদ্যার শিক্ষক না থাকায় এবছর এখনও বিজ্ঞান বিভাগে ভর্তি শুরু করতে পারল না রঘুনাথপুরের জিডিল্যাং ইন্সটিটিউশন। স্কুল কর্তৃপক্ষ কলা ও বাণিজ্য বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি জারি করলেও বিজ্ঞান বিভাগে ভর্তির ব্যাপারে কিছুই উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান এপ্রিল মাসে স্কুলের রসায়ন বিদ্যার শিক্ষক উৎসশ্রী প্রকল্পে অন্য স্কুলে চলে যান। সেই থেকে ওই পদে নতুন শিক্ষক নিয়োগ হয়নি। উচ্চমাধ্যমিক সংসদের নিয়ম অনুযায়ী কোন উচ্চমাধ্যমিক স্কুলে কোন বিষয়ে শিক্ষক না থাকলে সেই বিষয়ে অন্য শিক্ষক না পাওয়া পর্যন্ত ক্লাস করানো যায় না। বিষয়টিতে হতাশ পড়ুয়া থেকে অবিভাবক সবাই। তাদের কথায় জিডিল্যাং এর বিজ্ঞান বিভাগের সুনাম এবং ধারাবাহিক সাফল্য রয়েছে। এই স্কুল থেকে মাধ্যমিক পাস মেধাবী ছাত্র ও তার অভিভাবক জানান স্কুলের উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তি না হতে পারলে বহু সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। শুধু রঘুনাথপুর শহর ছাড়াও সংলগ্ন বিভিন্ন গ্রামের পড়ুয়াদের কাছেও জিডিল্যাং এর বিজ্ঞান বিভাগ অন্যতম সেরা। রসায়ন বিদ্যার শিক্ষক না থাকার বিষয়টি উচ্চমাধ্যমিক সংসদ, জেলা বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে বলে জানান জিডিল্যাং ইন্সটিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here