পুরো রাজ্যের পাশাপাশি করোনার উদ্বেগ বেড়ছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন 557 জন জেলাবাসী ।জেলার রঘুনাথপুর পৌরসভা এলাকায় করোনা আক্রান্ত সংখ্যা ইতিমধ্যে কুড়ি ছুঁয়ে গেছে। এই সংক্রমণ থেকে মানুষকে মুক্তি দিতে মাস্ক নিয়ে রাস্তায় নেমে পড়লেন তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক হাজারী বাউরী। শুক্রবার হাজারী বাউরি সহ তার অনুগামীরা রঘুনাথপুর দৈনিক বাজারে পৌঁছে মাস্ক বিহীন ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরিয়ে তাদের এই করোনাভাইরাস নিয়ে সচেতন করেন।