কেশর গড়িয়া গ্রামে শাল গাছের ডালে দড়ির ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ , পাঠানো হল ময়নাতদন্তে। ঘটনা মানবাজার এক নম্বর ব্লকের গোপাল নগর গ্রাম পঞ্চায়েত এলাকার কেশর গড়িয়া শাল জঙ্গলের। জানা গেছে, ওই যুবকের নাম দেবব্রত মাঝি (19)। তার বাড়ি কেশর গড়িয়া গ্রামেই। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে ওই যুবক গ্রাম সংলগ্ন শাল জঙ্গলে যায়। সকাল নটার সময় স্থানীয় মানুষজনদের নজরে আসে বিষয়টি। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় করেন ঝুলন্ত দেহ দেখার জন্য। খবর দেওয়া হয় মানবাজার থানাতে। মানবাজার থানার পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে নিয়ে আসে মানবাজার গ্রামীণ হসপিটালে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।