পুরুলিয়া : CPI(M)কাশিপুর পূর্ব এরিয়া কমিটির উদ্দোগে অবিলম্বে লোক্যাল ট্রেন চালু করতে হবে এবং মেল এক্সপ্রেসের নাম দিয়ে লোক্যাল ট্রেনের ভাড়া বাড়ানো চলবে না এই দাবীতে ইন্দ্রবিল স্টেশানে “অবস্হান-বিক্ষোভ ও স্মারকলিপি”প্রদান||তারপর ইন্দ্রবিলে মিছিল সংগঠিত হয়||||
পূর্বের ন্যায় আদ্রা ডিভিশনের সমস্ত ট্রেন চলাচল ও ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে আজকে C.P.I(M) কাশীপুর উত্তর এরিয়া কমিটির উদ্দ্যোগে আদ্রা স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচী… বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক মৃণাল রায়, উপস্থিত ছিলেন পার্টি নেতা অঞ্জনা রায়, সুনীল গরাই, কাজল ভট্টাচার্য্য, অশোক পাল, উত্তম বাউরি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here