পুরুলিয়া : রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দ্রুত আরম্ভ হবে অক্সিজেন প্লান্ট এর নির্মাণকাজ। ইতিমধ্যেই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আরম্ভ হয়েছে 50 শয্যার কোভিদ ইউনিট। এরপর হাসপাতাল পরিসরে অক্সিজেন প্লান্ট নির্মাণের খবর শুনে খুশি জেলাবাসী। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজের সদর হাসপাতাল ক্যাম্পাস ও হাতোয়াড়া ক্যাম্পাসে দ্রুত আরম্ভ হবে অক্সিজেন প্লান্ট নির্মাণের কাজ। রঘুনাথপুর মহকুমা শাসক তথা রোগী কল্যান সমিতির চেয়ারম্যান দিব্যা মুরগেসন জানান চলতি সপ্তাহে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ক্যাম্পাসে অক্সিজেন প্লান নির্মাণের কাজ আরম্ভ হবে‌। তার জন্য জমি চিহ্নিত করন সহ নকশার কাজ পুরো করা হয়ে গেছে। তিনটি হাসপাতালে অক্সিজেন প্লান্ট নির্মাণের কাজ আরম্ভ হওয়ার খবর পেয়ে জেলা বাসীর নবকুমার দাস জানান এটা জেলা বাসীর জন্য অত্যন্ত খুশির খবর মানুষকে আর অক্সিজেনের অভাবে অকালে প্রাণ হারাতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here