পুরুলিয়াতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।। জেলা মেডিক্যাল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসের কোভিড ইউনিটে চাপ বাড়ছে রোগীর।সমস্যা মেটাতে এবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হল ৫০ শয্যার কোভিড ইউনিট।।রঘুনাথপুরের এস ডি ও দিব্যা মুরগেশন জানান কয়েকদিন আগে থেকেই সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড ইউনিট শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছিল।সেই মত পরিকাঠামো তৈরির কাজ দ্রুত শেষ করে সোমবার থেকে সেই ইউনিট শুরু করা হয়েছে।অক্সিজেনের ব্যবস্থা সহ অন্যান চিকিতসা পরিকাঠামো থাকছে এই ইউনিটে।পাশাপাশি হাসপাতালের নবজাতক শিশু পরিচর্যা কেন্দ্র সহ অন্যান আধুনিক চিকিতিসার ইউনিট গুলিও স্বাভাবিক ভাবেই চলছে বলে জানান হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা এস ডি ও।