বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। সোমবার সন্ধ্যায় রঘুনাথপুর থানা অন্তর্গত বন ডাঙ্গা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মৃত যুবকের নাম মৃণাল কান্তি ঘটক (36) জানিয়েছে। পেশার ঠিকা শ্রমিক ওই যুবকের বাড়ি রঘুনাথপুর থানা অন্তর্গত রক্ষতপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায় এ দিন সন্ধ্যা পাঁচটা নাগাদ কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আরম্ভ হয়। বনডাঙ্গা গ্রামের কাছে একটি বাড়ির ছাউনিতে আশ্রয় নেয় মৃণাল কান্তি। সেই সময় বজ্রাঘাত হওয়ায় অচৈতন্য হয়ে পড়ে মৃণাল কান্তি। স্থানীয় গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।