রঘুনাথপুর থানার ঝাড়ুখামার মোড়ের অদুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে রঘুনাথপুর মহকুমার লছিয়ারা গ্রামের সুরেশ বাদ্যকর(২৫) ও আসানসোলের রবীন্দ্রনাথ দাস(৬০) নামে 2 জন নিহত ও আহত ১৪। শনিবার সকাল দশটায় পুরুলিয়া – বরাকর ৫ নম্বর রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান আসানসোলের দিক থেকে একটি মারুতি গাড়ি তে চালক ও এক যাত্রী রঘুনাথপুর এর দিকে আসছিলেন সেই সময় প্রায় ১২ জন যাত্রী নিয়ে একটি অটো আসানসোলের দিকে যাচ্ছিলো ঝাড়ুখামার মোড়ের অদূরে এই দুই বাহনের মাঝে একটি সাইকেল এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর যানজট সৃষ্টি হলে রঘুনাথপুর থানার পুলিশ গিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ স্বাভাবিক করেন। আহতদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে গুরুতরভাবে আহত ৯ জনকে স্থানান্তরিত করা হয়।
Home পুরুলিয়া জেলা রঘুনাথপুর থানার ঝাড়ুখামার মোড়ের অদুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে 2 জন নিহত...