নিজস্ব প্রতিবেদক : কৃত্রিম অঙ্গ দান অনুষ্ঠানের মধ্য দিয়ে রঘুনাথপুর কলেজে বৃহস্পতিবার নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ।৩৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে তুলে দেয়া হলো তাদের প্রয়োজন মতো কৃত্রিম অঙ্গ হিসেবে কানের মেশিন,হুইল চেয়ার,তিন চাকার সাইকেল । এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পুলিশ সুপার এস সেলভা মুরুগান,রঘুনাথপুর মহকুমা শাসক ডঃ আকাঙ্ক্ষা ভাস্কর , এস ডি পি ও দুর্বার বন্দবাধ্যয়, এস কে বি ইউ এর ভয়েস চ্যান্সেলর ড.দীপক কুমার কর ,রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায় রঘুনাথপুর বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি রঘুনাথপুর এর চেয়ারম্যান মদন বরাট প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠান শুরু হয় কৃত্রিম অঙ্গ দান এর মধ্য দিয়ে এবং কলেজের প্রথম বর্ষের ভর্তি হওয়া নবীনদের বরণ অনুষ্ঠান ও ব্যান্ড ফকিরের গানের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

https://youtu.be/3lZNpxeyhuA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here