মাটির সৃষ্টি প্রকল্পের প্রথম পোলট্রি ফার্মের উদ্বোধন হল পুরুলিয়া ২ ব্লকের মাঝিপাড়া সিঁদুর পুর গ্রামে।পঞ্চায়েত দপ্তরের তরফে নির্মিত পোলট্রি শেড ও প্রাণী সম্পদ দপ্তরের মুরগী ছানা নিয়ে শুরু হল এই প্রজেক্ট।প্রায় ৫০০০ স্কোয়ার ফিট এর এই পোলট্রি শেড থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও খুঁজে পেলেন নতুন রোজগারের সন্ধান।জোর দেওয়া হবে ডিম উৎপাদনের সংখ্যা বৃদ্ধির দিকেও।পুরুলিয়া জেলার প্রতিটি বলকেই তৈরি হবে এই রকম শেড।আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা।