বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে একলব্য মডেল স্কুলের কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান কর হয়।জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাত, সভাধিপতি, পুরুলিয়া জেলা পরিষদ সুজয় ব্যানার্জি , জেলা শাসক রাহুল মজুমদার , মাননীয় অতিরিক্ত জেলা শাসক , উন্নয়ন। প্রাপক দের হতে তুলে দেওয়া হয় ল্যাপটপ, শিক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় বই।এদের পড়াশুনার দিকে প্রশাসন নজর রাখবে ও সাহায্য করবে এমনটাই বার্তা এদিন এই অনুষ্ঠান থেকে উঠে আসে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ উত্তীর্ণ মোট 12 জন মেধাবী ছাত্র ছাত্রীকে এদিন জেলা শাসকের দপ্তরের সম্মেলন কক্ষে সম্বর্ধনা জ্ঞাপন কর হল।