৬৫ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগীর। এটি এবারের অলিম্পিক্সের মঞ্চে ভারতের ষষ্ঠ পদক। কাজাখস্থানের প্রতিপক্ষ দৌলেত নিয়াজবাকোবের বিরুদ্ধে আগাগোড়া দাপট বজায় রেখে ৮-০ ব্যবধানে টেকনিক্যাল সুপিরিওরিটি বজায় রেখে সহজেই ব্রোঞ্জ পদক জিতে নেন বজরং। রবি কুমার দাহিয়ার পর বজরং এবারের টোকিও অলিম্পিক্স থেকে কুস্তিতে ভারতের পক্ষে দ্বিতীয় পদক আনলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here