ইয়শে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পুরুলিয়া জেলা জুড়ে চলছে সতর্কতার প্রচার। জেলার বিভিন্ন থানা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে চলছে প্রচার তার পাশাপাশি এই বিপর্যয় থেকে দ্রুত মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা কার্যালয় প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি ও তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি খতিয়ে দেখছেন বিপর্যয় মোকাবিলার দলের সদস্যরা। দলের সদস্যদের কাছে রয়েছে অত্যাধুনিক একটি বাহন এর পাশাপাশি গাছ থেকে বাড়ি ও ধাতু কাটার অত্যাধুনিক যন্ত্র, লাইফ জ্যাকেট, অত্যাধুনিক আলো।