পুরুলিয়া,বিধানসভা নির্বাচনের পর পুরুলিয়া জেলায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিতে। সোমবার বাগমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাশীনাথ মাঝির হাত ধরে বাগমুন্ডি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য ষষ্ঠী চরণ মন্ডল ও মঙ্গলা মুরা তথা শক্তি কেন্দ্রের প্রমুখ গঙ্গাধর ব্যানার্জি সহ শতাধিক বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগদান করলেন। এদিনই পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে জেলা সভাপতি গুরুপদ টুডুর হাত ধরে বরাবাজার ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য ঊষা রানী দাস সহ মহিলা মোর্চার কর্মীসমর্থকরা তৃণমূলের যোগদান করলেন।