করোনা অতি মারির কারণে বন্ধ হয়ে গেল পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী প্রায় সাড়ে তিনশো বছর পুরনো রঘুনাথপুরের বেড়োর খেলায় চন্ডী মেলা। মাঘ মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে ৭ দিনব্যাপী চলে এই খেলায় চন্ডী মেলা। এ রাজ্য সহ পার্শ্ববর্তী রাজ্য থেকে প্রচুর মানুষের সমাগম হয় এই মেলায়। বেড়ো পাহাড়ের কোলে রয়েছে বহু প্রাচীন মা চন্ডী মন্দির, মন্দির প্রাঙ্গণেই বসে মেলা। সাত দিনব্যাপী চলে মন্দিরে পুজো অর্চনা। মন্দিরের সেবায়েত এবং মেলা কমিটির সদস্যরা জানান অতি মারির কারণে প্রশাসনের নির্দেশিকা মেনে আলাপ-আলোচনার মাধ্যমে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে করোনা বিধি মেনে চলবে মা চন্ডী পূজা অর্চনা। এই মেলা বন্ধ হওয়ায় আর্থিক সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে। পাশাপাশি মেলা না হওয়ায় মন ভালো নেই বেড়ো গ্রামের বাসিন্দাদের।”রঘুনাথপুর মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য জানান অতি মারির কারণে কোন মেলার অনুমতি দেওয়া হচ্ছেনা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে”।