প্রয়াত হলেন রঘুনাথপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ তথা রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষক নিহার রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সকালে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে শোকাহত গোটা রঘুনাথপুর শহর। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বাস জনিত কারণে সোমবার রাতে তাকে ভর্তি করা হয় রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। মঙ্গলবার ভোরের দিকে মৃত্যু হয় তার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। এদিন হাসপাতাল থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর মহকুমা ক্রীড়াঙ্গনে। সেখানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রঘুনাথপুর মহকুমা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক পরেশ পাল জানান, এসআইএসের কোচ ছিলেন নিহার রঞ্জন বাবু। ছিলেন রঘুনাথপুর মহকুমা ক্রীড়া সংস্থার প্রথম কার্যকরী সভাপতি, তথা প্রাক্তন সাধারণ সম্পাদক। ২০০৪ সালে শিক্ষক দিবসে তিনি তৎকালীন রাষ্ট্রপতির হাত জাতীয় পুরষ্কার পান রঘুনাথপুরের জিডিল্যাং ইন্সটিটিউশনের প্রাক্তন শরীর শিক্ষার শিক্ষক নিহার রঞ্জন চৌধুরী। মহকুমা ক্রীড়াঙ্গন থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় তার স্কুল রঘুনাথপুর জিডিল্যাং ইন্সটিটিউশনে। তারপর নিয়ে আসা হয় তার নিজ বাসভবনে।পরে রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে একটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার প্রয়াণে শোকোস্তব্ধ রঘুনাথপুর।