রঘুনাথপুর-রঘুনাথপুর পৌরসভায় পৌরবাসীর রাস্তার ও পানীয় জলে সমস্যায় জেরবার। তাই এই বিষয়ে গণ স্বাক্ষর করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শহরবাসীর একাংশ। আর এই দাবিকে সমর্থন জানিয়ে পৌর প্রশাসক মদনমোহন বরাট এর বিরুদ্ধে স্বৈরাচারীতা ও কটমানি নেওয়ার অভিযোগ তুললেন খোদ শাসক দলের শহর সহসভাপতি বিষ্ণুচরন মেহেতা। তার দাবি পৌর প্রশাসক মানুষের মৌলিক অধিকারের কথা অগ্রাহ্য করে নিজের স্বৈরাচারী মনোভাবের কারণে রাস্তা ও পানীয় জল বাদ দিয়ে শহরে গার্ডওয়াল তৈরি করছেন যাতে কাটমানি পাওয়া যায়। বিষয়টি নিয়ে দলের শীর্ষ কর্তাদের জানিয়েছেন তিনি। বিজেপি জেলা সাধারণ সম্পাদক বানেশ্বর মুখার্জির দাবি দীর্ঘদিন ধরে রঘুনাথপুর পৌরসভা পরিচালনায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তবে কাটমানি নেওয়া ছাড়া শহরবাসীর উন্নয়নের কোন কাজই করেন নি তারা। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শহরে রাস্তা নির্মাণ করার আশ্বাস দিয়ে কাজ শুরু হবার জন্য নারকেল ফাটিয়েছিলেন শহরের কয়েকটি জায়গায় আজও এক ইঞ্চিও কাজ এগোয়নি। রঘুনাথপুর পৌর বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে তারা রাস্তা ও পানীয় জলের সমস্যায় ভুগছেন কোন সমস্যার সমাধান হয়নি তাই গণস্বাক্ষর করে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। পৌর প্রশাসক পানীয় জল ও রাস্তার সমস্যার কথা স্বীকার করে বলেন আর্থিক বরাদ্দ না থাকায় রাস্তা নির্মাণ কাজ আরম্ভ করা সম্ভব হচ্ছে না এবং একই কারণে পানীয় জলের সমস্যা এখনো রয়েছে। তবে তিনি কাটমানি নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন নিয়ম অনুযায়ী গার্ডওয়াল নির্মাণের কাজ হচ্ছে।
Home খবর আনন্দ স্পেশাল পৌর প্রশাসকের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব শাসক ও বিরোধী দল, ক্ষুব্দ...