পুরুলিয়া-দেশজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়া জেলা জুড়ে কংগ্রেসের বিক্ষোভ প্রতিবাদ। শুক্রবার পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তা ও পেট্রোল পাম্পের সামনে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা ও কর্মীরা। এদিন কংগ্রেসের দাবি কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের যোগসাজশে দিনের পর দিন জ্বালানির দাম বৃদ্ধি হচ্ছে পেট্রোলের দাম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে। আর এইসব কারনেই প্রতিদিন দ্রব্যমূল্যের বৃদ্ধি ও বাড়ছে। যদিও এই বিষয় নিয়ে নীরব রাজ্য কেন্দ্র সরকারের। তাই আমরা এই অতি মাড়ির সময়ে নিয়ম মেনে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছি। অবিলম্বে মূল্যবৃদ্ধিতে লাগাম না লাগালে বৃহত্তর আন্দোলন করবে কংগ্রেস।