আদ্রা, ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম 1 যুবক। সোমবার সকালে আদ্রা থানার বাগাডাবর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গুরুতর আহত যুবক সম্রাট মুখার্জী কে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্রাটের অভিযোগ এদিন সকালে তিনি যখন গ্রাম থেকে মাঠের দিকে যাচ্ছিলেন সেই সময় ওই গ্রামের বাসিন্দা চন্দন বাউরি তার পথ আটকে জোর করে টাকা দিতে বলে। প্রতিবাদ করায় চন্দন তার মাথায় ধারালো অস্ত্রের দিয়ে আঘাত করে চন্দন। ঘটনার খবর দেয়া হয়েছে আদ্রা থানার পুলিশকে। পুলিশ তদন্ত শুরু করেছে।