তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্পে(MGNREGA) আর্থিক দুর্নীতির তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
পুরুলিয়া জেলার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত বেড়ো গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সরিফউদ্দিন সেক ও কয়েকজন। এই মামলার পরিপ্রেক্ষিতে গত ২০ জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেন এই গ্রাম পঞ্চায়েতের MGNREGA প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করবেন পুরুলিয়া জেলা শাসক এবং চার মাসের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত, তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক কে।।”পুরুলিয়া জেলা শাসক জানান নির্দেশ পেলে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here