এবার দুটি চিতা বাঘের ছবি ধরা পড়ল বনদপ্তরের পাতা ক্যামেরায়। কোটশিলা বনাঞ্চলের সিমনি জাবড় লাগোয়া জঙ্গলে পাতা ক্যামেরায় শুক্রবার আলাদাভাবে দুটি চিতা বাঘের ছবি দেখা গিয়েছে বলে জানান পুরুলিয়া বন বিভাগের ডি এফ ও দেবাশীষ শর্মা। তিনি আরো জানান আরো ক্যামেরা বসানো হচ্ছে জঙ্গলে। গত মার্চ মাসে এই জঙ্গলে একটি চিতা বাঘের ছবি ধরা পড়েছিল ক্যামেরায়।