টানা বৃষ্টির জেরে রঘুনাথপুর 1 নম্বর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের মূল সংযোগকারী রাস্তার কালভার্ট ভেঙ্গে যাওয়ায় রঘুনাথপুর শহর শহর সহ সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লক সদর থেকে বিচ্ছিন্ন একাধিক গ্রাম। খাজুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর থেকে সেনারা গ্রাম সহ একাধিক গ্রামে যাবার রাস্তায় একটি কালভার্ট ও বেড়ো গ্রাম পঞ্চায়েতের বেরো থেকে রামকানালি রাস্তার উপর রাইডি গ্রামের কাছে একটি কালভার্ট টানা দুদিন থেকে বৃষ্টির কারণে ভেঙে যায়। যাওসমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার(WBSRDA) আধিকারিক ও রঘুনাথপুর ব্লকের আধিকারিকরা। রঘুনাথপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘরিয়া জানান টানা বৃষ্টির কারণে দুটি কালভার্ট জলের স্রোতে ভেঙে যায়। দ্রুত কালভার্ট দুটি নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।