দাদা অনুগামী হওয়ায় তৃণমূল থেকে 6 বছরের জন্য বাহিষ্কার করা হলো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক গৌতম রায় কে l মঙ্গলবার পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন জেলা সভাপতি গুরুপদ গুরুপদ টুডু।
বিগত কয়েক দিনে পুরুলিয়া জেলায় দাদা অনুগামী নামে বিজয়া সম্মেলন সহ নানা অনুস্থান আয়োজন পাশাপাশি দাদার অনুগামী নামে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন গৌতম বাবু। এমন কি দলের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মুখ খুলছিলেন তিনি l এর পরেই দল বিরোধী কাজে যুক্ত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হলl গৌতম রায় 98সাল তৃণমূল ছাত্র পরিষদের হাত ধরে রাজনৈতিক যাত্রা আরম্ভ করেছিলেনl ছাত্র রাজনীতি থেকে হাতেখড়ি এই নেতা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি পরে জেলা তৃণমূল যুব সভাপতি ও পরে জেলা সম্পাদক ও বর্তমানে সাধারণ সম্পাদকের ভার সামলান l কিন্তু গত কয়েকদিন থেকে দলের বিরুদ্ধে এই নেতা সরব হন। এদিন বহিস্কার পরেই ফের তৃণমূল নেত্রী সহ রাজ্য যুব সভাপতি বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গৌতম রায় l