রঘুনাথপুর-পরপর চারটি দোকান আগুন লাগায় চাঞ্চল্য। সোমবার গভীর রাতে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে রঘুনাথপুর থানা সংলগ্ন নতুন বাজারে পরপর চারটি অস্থায়ী দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। একটি কাপড়ের দোকান,জুতোর দোকান, সেলাই মেশিনের দোকান এবং একটি পান দোকান এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।দোকান মালিক বাবলু মন্ডল জানান মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ তিনি খবর পান তার দোকানে আগুন লেগে যায় খবর পাওয়ার পর তিনি দোকানে এসে দেখেন তখনো আগুন দাউদাউ করে জ্বলছে তার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড।