পুরুলিয়া (ঝালদা) : সোমবার পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে ঝালদা মহকুমা শাসক দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যুবশ্রীদের সমস্ত সরকারি দপ্তরে Group-C – Group-D তে অবিলম্বে নিয়োগ করতে হব, সিভিল ডিফেন্সে নিয়োগের ক্ষেত্রে যুবশ্রীদের অগ্রাধিকার দিতে হবে এই দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয় ।এই কর্মসূচি তে নেতৃত্ব দেন সমিতির পুরুলিয়া জেলা সভাপতি জ্যোতির্ময় ঘোষ, কোষাধ্যক্ষ স্বদেশ প্রিয় মাহাত প্রমুখ। নেতৃত্বের পক্ষথেকে জানানো হয় দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য থাকব।