মুখ্যমন্ত্রীর ঘোষণার 24 ঘন্টার মধ্যে কড়া হাতে করোনা মোকাবিলায় নির্দেশ পালন করতে দেখা গেল রঘুনাথপুর থানার পুলিশকে। শুক্রবার দুপুর 1টা থেকে রঘুনাথপুর থানা অন্তর্গত পুরুলিয়া বরাকর 5 নম্বর রাজ্য সড়কের নতুন বাসস্ট্যান্ডের নিকটে মাস্ক বিহীন বাহন চালক থেকে শুরু করে পথচারীদের আটক করতে দেখা গেল পুলিশকে। এদিন 25 জনকে মাস্ক না পরায় গ্রেপ্তার করে রঘুনাথপুর থানার পুলিশ। অতিমারি আইনে ব্যবস্থা গ্রহণের পর তাদের ব্যক্তিগত যামিনে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই জেলায় স্বাস্থ্যকর্মীর ,পুলিশ আধিকারিক, সাংবাদিকের পাশাপাশি পুরুলিয়া জেলার সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সংখ্যা 500 ছুই ছুই। জেলা স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে ইতিমধ্যেই পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতাল হাতুয়াড়া ক্যাম্পাস এবং রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে করণায় আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
খবর আনন্দের দর্শকদের কাছে অনুরোধ সরকারি বিধি নিষেধ মেনে চলুন। গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না।