করোনা আক্রান্ত পুরুলিয়া দেবেন মাহাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ৫৮ জন ডাক্তারি পড়ুয়া।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেল কলেজ চত্বরে। মেডিকেল কলেজের এম এস ভিপি সুকোমল এ বিষয়ে জানান কলেজের প্রথম বর্ষের ৮২ জন পড়ুয়াদের করোনা পরীক্ষা করা হলে এর মধ্যে প্রথমে ১৯ ও তারপর ৩৯ জন পড়ুয়া করোনাই আক্রান্ত বলে চিহ্নিত করা হয়। ইতিমধ্যে হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি প্রথম বর্ষের জন্য অনলাইন পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কলেজ। আগের মতোই সমস্ত রকম কোভিড গাইডলাইন মেনে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।