উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা। রবিবার রঘুনাথপুর এক নম্বর ব্লকের আড়রা অঞ্চলের বড় বাগান বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের ফুলের স্তবক, মিষ্টির প্যাকেট ও উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন সকলেই ।এদিন বড়বাগান গ্রামের 17 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক প্রদীপ মাজি, অঞ্চলের সভাপতি সঞ্জীব দত্ত, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ডী মনোজ কুমার, আদরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবে সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব, কর্মীরা এবং গ্রামের বিশিষ্ট শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিরা।